Monday, July 4, 2016
Home »
» ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি, কমিটি গঠন
ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি, কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি লেখায় বিক্ষোভ ভাঙচুর করেছে ঢাবি ছাত্রলীগ। এরপর প্রকাশনার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে।
শুক্রবার উপাচার্যের কার্যালয়ে নিযুক্ত উপ-রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ রেজাউর রহমানকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হলো। আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উপাচার্য আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, রেজাউর রহমানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
স্মরণিকায় প্রকাশিত একটি নিবন্ধে ঢাবির জিয়াউর রহমান হলের বর্ণনা দিতে গিয়ে জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ বলে উল্লেখ করা হয়।
শুক্রবার বিষয়টি নজরে এলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে তার কার্যালয়ে প্রায় একঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগ। তারা স্মরণিকায় আগুন দেয়। এর পরপরই ঢাবি উপাচার্য ওই স্মরণিকা বাজেয়াপ্ত ঘোষণা করেন।
তবে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপাচার্যের গাড়ি ভাঙচুর করে।
তথ্যসূত্রঃ দেশ টিভি ডট কম
0 comments:
Post a Comment