
এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের স্বাগতিক দেশ ফ্রান্স।সা-দেঁনিতে স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে অলিভার জিরুদের গোলে এগিয়ে যায় ফ্রান্স। আট মিনিট পরেই গ্রিজম্যানের কর্ণারে লাফিয়ে হেড করে ব্যবধীঅন দ্বিগুন করেন পল পগবা। ৪৩ মিনিটে পায়েতের পর, ৪৫ মিনিটে গ্রিজম্যানের পা থেকে আসে দলের চতুর্থ গোলটি। বিরতির পর কোলবেন সিগথোরসনের গোলে ব্যবধঅন কমায় আইসল্যান্ড।তবে ৫৯ মিনিটে অলিভার জিরুদের দ্বিতীয় গোলে ব্যবাধান বেড়ে দাড়ায় ৫-১'এ। ৮৪ মিনিটে আইসল্যান্ড আরো একটি গোল করলেও, ৫-২ ব্যবধানের জয় নিয়ে শেষ চারে পা রাখে ফ্রান্স। ৭ জুলাই আসরের দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে দু'বার ইউরো চ্যাম্পিয়ন দেশ ফ্রান্স।
তথ্যসূত্রঃ দেশ টিভি ডট কম
0 comments:
Post a Comment