Monday, July 4, 2016

বিদেশগামীর সংখ্যা বাড়ছে বিভিন্ন উৎসব কেন্দ্রিক ছুটিতে

বিভিন্ন উৎসব কেন্দ্রিক ছুটিতে বাড়ছে বিদেশগামীর সংখ্যা। এবার ঈদ সামনে রেখে ভ্রমণকারীর সংখ্যা প্রায় নয় লাখ। সংশ্লিষ্টরা বলছেন, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির পাশপাশি কমেছে ভিসা জটিলতা। এ’কারণে নিন্ম মধ্যবিত্তরাও যোগ হচ্ছেন বিদেশগামীদের তালিকায়।
সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে শুধুমাত্র ভ্রমণের উদ্দেশে বিদেশগামীর সংখ্যা। আর ঈদের সময়ে এই হার বেড়ে যায় জ্যামিতিক হারে।
ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ- টোয়াবের হিসাব মতে, এ’বছর অন্তত ৭০ লাখ মানুষ বিদেশ ভ্রমণ করবে। আর ঈদুল ফিতর সামনে রেখে এখন পর্যন্ত প্রায় নয় লাখ মানুষ বিভিন্ন দেশে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় প্রতিবছরেই বাড়ছে বিদেশগামীর সংখ্যা।
গেল পাঁচ বছরে কয়েকগুন বেড়েছে ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সির সংখ্যাও। যাতায়াতে আধুনিক প্রযুক্তির সাথে যোগ হয়েছে ব্যাংক ঋণের সুবিধা। এছাড়া, ভিসা জটিলতা দূর হওয়ার পাশপাশি কমেছে আনুসঙ্গিক খরচও।
পর্যটন সংশ্লিষ্টদের আশা, সময়ের সাথে সাথে সারাবছরই জমজমাট থাকবে এই খাতের বাণিজ্য।


তথ্যসূত্রঃ একুশে টিভি

0 comments:

Post a Comment