৪৪ রানের ঝড়ো ইনিংস খেলার পর বল হাতেও জ্বলে উঠেছেন মাশরাফি বিন মুর্তজা। তিন উইকেট নিয়ে ইংল্যান্ডকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় ওয়ানডেতে ১৪ ওভার শেষে চার উইকেটে ৬১ রান নিয়ে ইংল্যান্ড ভীষণ বিপদে।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ সতর্কতার সঙ্গে শুরু করেছিল ইংল্যান্ড। তবে মাশরাফি-সাকিবের দুর্দান্ত বোলিং শুরুতেই সাফল্য এনে দিয়েছে বাংলাদেশকে। মাশরাফির বলে স্কয়ার কাট করতে গিয়ে মোসাদ্দেক হোসেনের হাতে ধরা পড়ার আগে ভিন্সের ব্যাট থেকে এসেছে ৫ রান।ডাকেট তো রানের খাতাই খুলতে পারেননি। সাকিবের দারুণ টার্ন করা একটি বলে বোল্ড হয়ে গেছেন তিনি। তিন ওভার পর ‘ডেঞ্জারম্যান’ জেসন রয়কে দুর্দান্ত বলে এলবিডাব্লিউ করেছেন মাশরাফি। রয় ফিরেছেন ১৩ রান করে। মাশরাফির পরের ওভারে বোল্ড হয়ে গেছেন বেন স্টোকস। ডাকেটের মতো স্টোকসও ফিরেছেন শূন্য হাতে।এর আগে মাশরাফির ৪৪, মাহমুদউল্লাহর ৭৫ ও প্রায় এক বছর পর ওয়ানডে খেলতে নামা নাসির হোসেনের অপরাজিত ২৭ রানের সুবাদে ৮ উইকেটে ২৩৮ রান করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সিরিজে টিকে থাকতে আজ জিততেই হবে মাশরাফির দলকে।
তথ্যসূত্রঃ এন টিভি ডট কম
0 comments:
Post a Comment