Sunday, October 9, 2016

পূজায় বোনকে নিয়ে মন্দিরে ঘুরলেন মিম


যখন পূজা করলাম তখন  মন্দিরে ভিড় একটু কম ছিল।  পূজা  শেষ করে আর বের হতে পারছিলাম না। এত ভিড়।’ কথাগুলো বলছিলেন জনপ্রিয় অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। আজ শারদীয় দুর্গাপূজার অষ্টমীর দিনে একমাত্র ছোট বোন মমিকে সঙ্গে নিয়ে বনানীর পূজামণ্ডপ ঘুরতে গিয়েছিলেন মিম।

পূজামণ্ডপ থেকে বেরিয়ে মিম এনটিভি অনলাইনকে আরো বলেন, ‘পূজামণ্ডপে  ঘোরার অভিজ্ঞতা একেকবার একেক রকম হয়। আজ পূজা শেষে ভক্তদের অনুরোধে অনেক ছবি তুলেছি। এখন বাসায় এসে বিশ্রাম নিচ্ছি। অনেক  ক্লান্ত  লাগছে।  রাতে  ঢাকার আরো বেশ কিছু পূজামণ্ডপে ঘোরার পরিকল্পনা রয়েছে। দেখা যাক কী হয়।’

গত বছরের দুর্গাপূজায় ‘ব্ল্যাক’ ছবির প্রচারণায়  কলকাতায় ছিলেন মিম। সেখানকার পূজামণ্ডপগুলোর বিশেষ অতিথিও হয়েছিলেন তিনি। তবে এবার  কলকাতায় যাওয়া হবে না বলে জানান মিম।

কারণ দুর্গাপূজা  উৎসব শেষ করেই  শিগগির সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ ছবির শুটিংয়ে  আবারো ফিরবেন তিনি।  বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটিতে মিমের নায়ক ওম।



তথ্যসূত্রঃ এন টিভি ডট কম

0 comments:

Post a Comment