Monday, July 4, 2016

১ আগস্ট খালেদার বিরুদ্ধে নালিশি মামলার তদন্ত প্রতিবেদন

একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ আগস্ট দিন ঠিক করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন।মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলে আজ দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) প্রতিবেদন দাখিল না করায় পরবর্তী ওইদিন ধার্য করে দেয় আদালত।উল্লেখ, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বক্তৃতা করেন খালেদা জিয়া। তার দেয়া বক্তৃতার ধর্মীয় উস্কানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগ এনে ২০১৪ সালের ২১ অক্টোবর নালিশি মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। সূত্র বাসস।

তথ্যসূত্রঃ দেশ টিভি ডট কম

0 comments:

Post a Comment