Sunday, July 3, 2016


 মুদির দোকানগুলোতে এখন রীতিমতো ভিড় লেগেছে। রোজার শেষ সপ্তাহ থেকে এ বেচাকেনা শুরু হলেও বিক্রেতারা আশা করছেন চাঁদ রাতে আরো জমজমাট বেচাকেনা হবে।

পরিবারের সবার জন্য ঈদের  জামা-জুতো ও প্রয়োজনীয় পোশাক কেনাকাটা শেষে নগরবাসী এখন ভীড় করছে কাঁচা বাজারসহ বিভিন্ন মুদির দোকানে। ঈদে সেমাই, পায়েস ও বিভিন্ন মিষ্টান্ন মুসলমানদের দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য হলেও এসবের পাশাপাশি চট্টগ্রামবাসীর কাছে গরুর মাংস একটি অপরিহার্য উপকরণ। তাই মাংসের দোকানগুলোতে উপচে পড়া ভীড়। বেড়ে গেছে সব ধরণের মাংসের দামও।
ভীড় বেড়েছে মুদির দোকানে। সেমাই, ন্যুডলস, পাস্তা, ফিরনি, হালিম, ফালুদা, চটপটি, বিরিয়ানি, জর্দাসহ রকমারি আইটেমের উপকরণ কিনছেন দোকান ঘুরে ঘুরে।


0 comments:

Post a Comment