Tuesday, December 6, 2016

রকার স্বৈরাচারকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর


বর্তমান সরকার স্বৈরাচারকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আজ মঙ্গলবার স্বৈরাচার পতন দিবস উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, স্বৈরাচারকে আশ্রয় দিয়ে গণ-আন্দোলনে নিহতদের সঙ্গে বেইমানি করেছে ক্ষমতাসীন দল।

আওয়ামী লীগ গণতন্ত্রবিরোধী দল এমন অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলকে নির্যাতন করে অস্ত্র দিয়ে জনগণের ভোটাধিকারের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা যাবে না।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যদি এই সরকারকে স্বৈরাচার বলি, আমার মনে হয়, সঠিক বলা হবে না। স্বৈরাচারের যে সংজ্ঞা, তার থেকে ছাড়িয়ে তারা অনেক দূর চলে গেছে। এখন এটাকে ফ্যাসিস্ট সরকার ছাড়া আর কিছু বলার নেই।’

‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, সত্য ও সুন্দরের পথে আসতে। সত্য আর সুন্দরের সংজ্ঞা কি এই, গুম করে ফেলতে হবে? গুলি করে মানুষকে হত্যা করতে হবে? গণতন্ত্রকে ধ্বংস করবেন না। অতীতে একবার করেছেন আর করবেন না।’

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘সেই খাতায় না লেখাবেন না যেখানে ধিকৃত ব্যক্তিদের নাম লেখা আছে। এটা আমরা চাই না। আমরা চাই, এখানের সব রাজনৈতিক নেতাদের নাম উজ্জ্বল হয়ে থাকুক।’


তথ্যসূত্রঃ এ টি এন বাংলা ডট টিভি 

0 comments:

Post a Comment